ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:২১
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীর এই স্বার্থহীন তরুণ প্রজন্মকে স্যালুট!! এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে ফিরছি, জানি যুদ্ধ চলবেই!

সোহেল রানাঃ গত দুই বছরে এমন অনেকেই ছিলেন যারা আমাকে রীতিমতো পাহারা দিয়ে আগলে রাখতেন। তারা সববয়সী ও সকল পেশার। এরা কেউ খুব দরিদ্র, কেউ ধনী; তবে এদের সবাই বড়লোক!! এরা সবাই অনেক বড় মাপের মানুষ। আমার নির্দেশে তারা ঘুরেছেন ফেনীর অন্ধকারের শিরা উপশিরা বরাবর; নিয়েছেন সীমাহীন ঝুঁকি। ঘোরাঘুরি করতেন নিজ অর্থ ও সময় ব্যয় করে। দিনশেষে ক্লান্ত চোখে যখন আমার দিকে তাকিয়ে ব্যাখা খুঁজতেন তখন আমি বলতাম, ” দেশের জন্যেও তোমাদের জীবনের কিছু সময় ও অর্থ ব্যয় করতে হবে।” হাসিমুখে এইসব ব্যাখা তারা মেনে নিতেন। অনেকটা ইচ্ছের বিরুদ্ধেই অনেককে যুদ্ধের কৌশল বলতাম আমি!এদের দিন রাত ২৪ ঘন্টা দেশের জন্য বরাদ্দ ছিল। এরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। এরাই রুখে দাঁড়ানোর আগামী নেতৃত্ব! এদের চেয়ে বড় দেশপ্রেমিক আর কোথায় পাব? ফেনীর এই স্বার্থহীন তরুণ প্রজন্মকে স্যালুট, স্যালুট এবং স্যালুট!! এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে ফিরছি। জানি যুদ্ধ চলবেই!

বিদায়ের এই ক্ষণে আমার সবচেয়ে বড় কৃতজ্ঞতা এইসব শুধু দেশপ্রেমিকদের নিকট। অনেকেই ভাবছেন এরা না আবার বিপদে পড়ে যায়!! ঘুণাক্ষরেও আপনাদের প্রতি কেউ অন্যায় করার চেষ্টা করলে আমার সাথে তো বটেই নিচের নম্বরে ম্যাজিস্ট্রেট রাশেদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদের সবার প্রিয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার পি.কে. এম এনামুল করিম তো আছেনই।

যেকোন অন্যায় অপরাধের তথ্য দিনঃ
+ 8801713187304
+8801740361135 (ম্যাজিস্ট্রেট রাশেদ)
Facebook:
https://www.facebook.com/mirrasheduzzaman.rashed

welcome Mir Rasheduzzaman Rashed sir

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!