শহর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেছেন দল থেকে বলা হয়েছিলো নির্বাচনী পথসভা করতে। তা জনসভায় পরিণত হয়। এটি ঢাকার পল্টন ময়দান ও চট্টগ্রাম লাল দীঘির ময়দানের চেয়েও বড় বলে মনে হয়। তা কেবল শেখ হাসিনা সরকারের কারণে সম্ভব হয়েছে। শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।