ফেনী
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৮
, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীস্থ র‍্যাব-৭’র স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের পিপিএম পদক লাভ

স্টাফ রিপোর্টার- ফেনীস্থ র‍্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম(প্রেসিডেন্ট পুলিশ মেডেল)পদক লাভ করেছেন।সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স  প্যারেড গ্রাউন্ডে আয়োজিত  পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পিপিএম পদক ব্যাজ পরিয়ে দেন।সাহসিকতার সাথে অপরাধ দমন,আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেবা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ  ফেনীস্থ র‌্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এ পদকের জন্য নির্বাচিত হন বলে জানা গেছে।
26696286_10214855298393245_1244055318_n
প্রসঙ্গত,ফেনীস্থ র‍্যাব-৭ এর আওতাধীন এলাকায় র‍্যাবের চৌকস অফিসার শাফায়াত জামিল ফাহিমের  নেতৃত্বে  গত বছরে ৫৫ লাখ ইয়াবা,২৮ হাজার বোতল ফেন্সিডিল,৪৫০ কেজি গাঁজা,১৫৬ টি দেশী-বিদেশী অত্যাধুনিক অস্ত্র উদ্বার করা হয়।এর মধ্যে কক্সবাজারে আনসার ক্যাম্পে খোয়া যাওয়া ১১ টি অস্ত্র উদ্ধার রয়েছে।
এছাড়া ৭ জঙ্গিসহ অসংখ্য চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের আটক করে  থানায় হস্তান্তর করেছেন তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!