ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনী ইউনিভার্সিটি রিচার্স সেলে চেক হস্তান্তর

শহর প্রতিনিধি: পাঁচটি গবেষণা প্রজেক্টের জন্য চেক হস্তান্তর করার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেল (এফইউআরসি)’র। রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে কর্মকর্তা ও শিক্ষকদের হাতে গবেষণার জন্য এসব চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: সাইফুদ্দিন শাহ।

তিনি বলেন, ‘ঢাকার অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না। তবে আমরা আজ যা চালু করেছি তা একটি মাইলফলক। তাই গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বলবো; গবেষণার মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া গবেষণা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদেরও এসব কার্যক্রমে যুক্ত করতে হবে।’
ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেল (এফইউআরসি) গঠন করা হয় চলতি বছরের শুরুতে। এরপর শিক্ষক ও আগ্রহী কর্মকর্তাদের কাছে গবেষণা প্রস্তাব আহবান করা হয়। পাঁচজন শিক্ষক ও একজন কর্মকর্তা গবেষণা প্রস্তাব জমা দেন। তাদের গবেষণার প্রস্তাব সমূহ বহিস্থঃ বিশেষজ্ঞ দিয়ে মূল্যায়ন করা হয়। এরপর গবেষণা কর্যক্রম পরিচালনার জন্য ৬০ হাজার টাকার প্রথম কিস্তির ৪০ শতাংশ টাকার চেক তুলে দেয়ায় কর্মকর্তা ও শিক্ষকদের হাতে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম তরান্বিত হবে বলে মনে করেন উপাচার্য।
ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের প্রভাষক মেহজাবিন তাবাসসুম সুজানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক। এছাড়া রিসার্চ সেলের সহকারী পরিচালক ও অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন পারভেজ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!