সংবাদ বিজ্ঞপ্তি: বন্ধু-সহপাঠীদের মত স্বাভাবিক জীবনে ফিরতে চায় নাজমুল ফরায়েজী শরীফ। সোনাগাজীর উপজেলার বগাদানা ইউনিয়ন বড় ঈদগাহ সংলগ্ন ফরায়েজী বাড়ির আবুল কালামের কনিষ্ট পুত্র নাজমুল ফরায়েজী শরীফ (২০) শিক্ষা জীবনে ওসমানিয়া আলিম মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল ও আলিম পাশ করে। বর্তমানে শরীফ ফেনী সরকারি কলেজে সমাজ কর্ম বিভাগে অনার্স অধ্যায়নরত। গত কয়েক বছর কিডনি সমস্যা জনিত রোগে ভূগছেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে শরীফের চিকিৎসা চালাতে পরিবার হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে পরিবারের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে বলে পরিবার হতাশা গ্রস্থ হয়ে পড়েছেন।
তার চিকিৎসকরা জানান, তার ২টি কিডনি অকেজো হয়ে গেছে। এ মূর্হুত্ব কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত কালাম সাহেব চোখে মুখে অন্ধকার দেখছেন। এতে প্রচুর অর্থের প্রয়োজন যা কালাম সাহেবের সাধ্যের বাহিরে। সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। সবাই সবার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন এমনটাই আশা করছেন সমাজের সচেতন মানুষ। এ নিয়ে সামাজিক সংগঠন গুলো সার্বিক সহযোগিতার আহ্বান করে ফেইজবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অর্থ পাঠানোর ঠিকানা এই নাম্বারে বিকাশ করুন- ০১৭৪৮৩৫৪৪৯৯ (নজরুল ফরায়েজী)। সিটি ব্যাংক একাউন্ট: ২১০১৯২১৪৫৬০০



