ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনী গার্লস ক্যাডেট কলেজের পুনর্মিলনীর উদ্বোধন করেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার: ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ পুনর্মিলনীর উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সেনাপ্রধান ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপটেন মুমিন খান মজলিস।

DSC_0011
পুনর্মিলনীর অনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনী প্রধান প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তাদের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। এরপর বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে ‘নারী জাগরণ’ এর উপর একটি প্রদর্শনী আয়োজন করা হয়।

DSC_0053
পরে সেনাপ্রধান ও প্রাক্তন ক্যাডেটরা পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপন করেন।

DSC_0062

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার উন নেসা শিউলী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

DSC_0079
এর আগে বৃহস্পতিবার থেকে ফেনী গার্লস ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী পুনর্মিলনীর কার্যক্রম শুরু হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!