সোনাগাজী প্রতিনিধি: ফেনীতে নদীর পানিতে ভেসে যাওয়া উজ্জল (১২) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে ফেনী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় জেলার সোনাগাজী উপজেলার মুহূরি রেগুলেটরের নিচ থেকে পরিত্যাক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে নদীতে ভেসে যায়। পরে সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার আরফান মিয়ার ছেলে।
সে পরিবারের সদস্যদের সঙ্গে ফেনীর খাজুরিয়া বস্তিতে থাকতো। রবিবার উজ্জলসহ আরও পাঁচ পথ শিশু বোতল সংগ্রহ করতে মুহুরি প্রজেক্ট যায়।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে থানায় অপমৃত্যুর ডায়েরি করে শিশুর পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।



