শহর প্রতিনিধি: স্টারলাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেনী ন্যাশনাল কলেজের বার্ষিক পুরষ্কার ও এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের এসএসকে রোডস্থ কলেজটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্টারলাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, নুরুল আলম, সাইদুল হক মিন্টু, মাহমুদুল হক চৌধুরী মনির, মাঈন উদ্দিন ও কলেজ পরিচালনা পরিষদের পরিচালক আরিফুল হাসান রবিন।অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহাদি আলম।অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।