শহর প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেনী পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ মে বিকালে শহরের ডিএম কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী শনিবার জেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে আলাপ করে এ তারিখ নির্ধারণ করে দেন বলে পৌর যুবলীগের একটি সুত্র নিশ্চিত করেন।সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগ, জেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ২০১৫ সালে পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।এতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলামকে আহবায়ক,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েল,সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান হানিফ ও সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বাবলুকে যুগ্ম-আহবায়ক করা হয়।তাদের নের্তৃত্বাধীন কমিটি পৌরসভার ১৮টি ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ চালিয়ে আসছে।