শহর প্রতিনিধি: ফেনী-২ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বিপুল ভোটে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন।তিনি পেয়েছেন ২লাখ ৯০ হাজার ৬ শ ৬২ ভোট।তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক প্রার্থী জয়লান আবেদীন ভিপি পেয়েছেন ৫৭ হাজার ৭২ ভোট পেয়েছেন।রবিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে।
এর আগে রবিবার দুপুরে ধানের শীষের প্রার্থী ভিপি জয়নাল সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ এনে তা বাতিলের দাবী জানান।