কথা ডেস্ক: ফেনী-৩ আসনে (দাগনভূঞা সোনাগাজী) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল বাসার মহাজোট মনোনীত প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বুুধবার সকালে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার অনুরোধে নির্বাচন থেকে সরে জান বলে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশারের ঘনিষ্ঠজন সুত্র জানান।
এছাড়া বৈঠক শেষে লেঃ জেলারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীকে নির্বাচিত করতে দুই প্রার্থী বেশ কয়েকজন নেতাকে নিয়ে আবার বৈঠকে মিলিত হন। পরে তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটা সমন্বয় হয়।