কথা ডেস্ক: ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে.জেনারেল (অব)মাসুদ উদ্দিন চৌধুরী লাঙল প্রতীকে ২ লাখ ৯০ হাজার ২ শ ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন ধানের শীষ প্রতীকে ১৫ হাজার ৬৭ ভোট পেয়েছেন বলে সুত্র জানায়।
দুই উপজেলায় ১শ ২৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ৯২ হাজার ৯শ ৫৬জন।নির্বাচনে ব্যপক কারচুপি হয়েছে বলে সংবাদ সম্মেলন করে তা বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার দাবী জানান বিএনপি প্রার্থী আকবর।