ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর এস.আর উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য পদে ফের নির্বাচিত হয়েছেন জিয়া উদ্দিন বাবলু। রবিবার দুপুরে স্কুল অডিটোরিয়ামে ম্যানেজিং কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমির হোসেনের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। সভায় অভিভাবক সদস্য মাঈন উদ্দিন বিদ্যুৎসাহী সদস্য পদে জিয়া উদ্দিন বাবলুর নাম প্রস্তাব করেন। এসময় উপস্থিত সকল সদস্য উক্ত প্রস্তাব সমর্থন করায় বাবলু কে পুন:নির্বাচিত ঘোষণা করা হয়। সে তৃতীয়বারের মত বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন। জিয়া উদ্দিন বাবলু জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি অনুমোদিত এনজিও সংস্থা পরিবর্তন সোসাইটির সদস্য সচিব ছাড়াও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।