শহর প্রতিনিধি: ফেনী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারন সম্পাদকসহ সকল পদে একক প্রার্থী হওয়ায় সবাই বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনার দেবময় দেওয়ান স্বাক্ষরিত ২১ জুন প্রেরিতপত্রে এ কমিটির ঘোষনা দেন।এ কমিটি আগামী ৪ বছর দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে ৩য় বারের মত আমির হোসেন বাহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অপরাপর সদস্যরা হলেন সহ-সভাপতি কে.বি.এম জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ চৌধুরী, গোলাম রব্বানী, মাহিনুর জাহান লাবনী, অতি: সাধারণ সম্পাদক পদে মো. আবু সুফিয়ান, যুগ্ম-সম্পাদক পদে শুসেন চন্দ্র শীল ও মো. সাহেদ উদ্দিন মিল্লাত, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন ডালিম, নির্বাহী সদস্য পদে সাইফুর রহমান, আলহাজ্ব হারুনুর রশিদ মজুমদার, মো. আজম চৌধুরী, আবদুল মোতালেব হুমায়ুন, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, বাহার উদ্দিন বাহার, মামুনুর রশিদ মিলন, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, দীপক চন্দ্র নাথ, মিজানুর রহমান হাজারী সজিব, নুরুল আফছার কবির শাহজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুল, আমজাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন, মো. আবুল হাশেম, নাজিম উদ্দিন মজুমদার, খাদিজা আক্তার খানম রুনা ও বেগম শামিম আক্তার।
এর আগে ঘোষিত তফসিলে ২৮ জুন নির্বাচনের তারিখ ছিল।সকল পদে একক প্রার্থী হওয়ায় সকলে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।