ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৪
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী বিএফসি রেস্টুরেন্টে রমরমা মাদক ব্যবসা:৪ জনের কারাদণ্ড ও জরিমানা 

শহর প্রতিনিধি:ফেনী মডেল থানার বিপরীতে ডাক্তার পাড়ার মোড়ে অবস্থিত বিএফসি রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে প্রভাবশালী ব্যবসায়ী চক্র।এতে করে কোমলমতি যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ে।

এছাড়া রেস্টুরেন্টে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অসামাজিক কাজে লিপ্ত থাকতো।বিনিময়ে প্রতি ঘন্টা ১ হাজার টাকা করে বিল আদায় করতো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে
বিএফসি রেস্টুরেন্টে ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।অভিযানে রেস্টুরেন্টের ডিপ ফ্রিজ খুলে ২৯ বোতল ফেন্সিডিল ও রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম রাজনের অফিস কক্ষের টেবিল বালবের মধ্য থেকে ১শ ৯০ পিস ইয়াবা উদ্ধার করে আদালত।

এসময় রাজনের দেয়া তথ্যের ভিত্তিতে রেল গেইট আবু বকর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঘটনায় জড়িত প্রভাবশালী মাদক চক্রের মূল হোতা সালেহ উদ্দিন সায়েম (৩২),খোরশেদ আলম রাজন(৩১),আবু ইউসুফ বিপ্লব (৩৫) ও জাহাংগীর আলম( ৩২)কে আটক করা হয়।

ফেনীর সুপ্রসিদ্ধ হায়দার ক্লিনিকের মালিকের ছেলে সায়েম হায়দার ও বিএফসির মালিক খুরশিদ আলম রাজনের সমন্বয়ে একটি প্রভাবশালী মাদক চক্র শহরে ইয়াবা বিক্রিতে জড়িত বলে আটককৃতদের বক্তব্য থেকে জানা গেছে বলে আদালত জানায়।
পরে আটক সালেহ উদ্দিন সায়েম, খোরশেদ আলম,জাহাঙ্গীর আলম ও আবু ইউসুফ বিপ্লব চারজনকে ২ বছর করে কারাদন্ড ও ১ (এক) লক্ষ টাকা করে জরিমানা করেন আদালত।
বিএফসির মালিক খোরশেদ আলম রাজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালককে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আদালত মাদক ব্যবসায় ব্যবহৃত হওয়ার জন্য রেস্টুরেন্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আবু জাহিদ,জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!