ফেনী
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১
, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিড়াল হত্যার দায়ে দুই বছরের জেল!

ঢাকা অফিস: বিড়াল হত্যা করার দায়ে এক ব্যক্তিকে দুই বছরের জেল দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। গত বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। মালয়েশিয়ায় প্রাণি হত্যার সর্বোচ্চ শাস্তি তিন বছর।

জানা গেছে, গত সেপ্টেম্বরে বিড়ালটিকে মোহর রাজ নামে একজন ট্যাক্সি ড্রাইভার ওয়াশিং মেশিনে ফেলে নির্মমভাবে হত্যা করে। ৪২ বছর বয়সী মোহন রাজ এতদিন আদালতে অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তবে সম্প্রতি তিনি তার অপরাধ স্বীকার করে নেন। এরপর আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করেন। ওয়াশিং মেশিনে বিড়ালটি মারা যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি লন্ড্রিতে দুই লোক প্রবেশ করে। এরপর একটি বিড়ালকে ওয়াশিং মেশিনে ফেলে মেশিনটি চালু করে তারা চলে যায়।

দোকানটির সিসিটিভি ফুটেজে এ ঘটনাটি ওঠে এসেছে। এরপর সিসিটিভি থেকে ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে তাদের গ্রেফতার করে মালয়েশিয়ান পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!