ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক ব্যানার ডিজাইন প্রতিযোগীতায় প্রথম বাংলাদেশী তরুণ  

বিশ্ব বিখ্যাত টেলিকম নির্মাতা কোম্পানী হওয়াওয়ের সাব ব্যান্ড হনর কর্তৃক আয়োজিত ব্যানার ডিজাইন প্রতিযোগীতায় বাংলাদেশী “শাহরিয়ার মুস্তফা”প্রথম স্থান লাভ করেন। প্রতিযোগিতায় অংশ নেয়া বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশী এই তরুন। গত ১৪ মার্চ হনরের অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফল প্রকাশিত হয়।এতে দেখা যায় বাংলাদেশী শাহরিয়ার প্রথম স্থান অর্জন করেন। প্রতিযোগীতার প্রাইজ হিসেবে হনরের ফ্লাগশিপ ফোন হনর ৮এক্স সম্প্রতি শাহরিয়ারের নিকট এসে পৌঁছেছে।

শাহরিয়ার বগুড়া পৌর এলাকার জহুরুল নগড় এলাকার সাখাওয়াৎ হোসেনের ছেলে ও  দেশের একমাত্র সরকারী প্রতিষ্ঠান ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন টেকনোলজির ৪র্থ সেমিস্টারের ছাত্র।এছাড়া ইউনিক আইটি সেন্টার( সাবেক স্কিলোপেডিয়া) ফেনীর ট্রেইনার হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগেও বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরষ্কার লাভ করেন এই শিক্ষার্থী। তার এই সাফল্যে পিতামাতাসহ প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও সহপাঠীরা আনন্দিত বলে জানা গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!