ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভুঁইফোড় অনলাইন বন্ধে রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে : তথ্যমন্ত্রী

ভুঁইফোড় অনলাইন বন্ধে রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে তখন ভুঁইফোড় অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি।’ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়, কিন্তু এটি যাতে সঠিকভাবে হয়, নিয়মনীতির মধ্যে থেকে হয়, সে কাজটি করা হলো আমাদের লক্ষ্য।’ নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। ২৮ জানুয়ারি পর্যন্ত সময়সীমা আছে, চেষ্টা করা হবে সময়সীমার মধ্যে তা বাস্তবায়ন করা যায় কি না।’

তিনি বলেন, ‘বর্তমান যে ওয়েজবোর্ড, সেখানে টেলিভিশন নেই। টেলিভিশন সাংবাদিকদেরও সেখানে আসা দরকার। সেটি নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো।ওয়েজবোর্ড বাস্তবায়ন করার ঘোষণা দিয়ে কেউ না করে থাকলে সেটিও আমরা তদারক করবো।’ জিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে তা কমাতে কাজ করব। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।’

আরও পড়ুন


Logo
error: Content is protected !!