শহর প্রতিনিধি: ফেনীর সংসদীয় তিনটি আসনে ৪ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।রবিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি জানান, ফেনী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খারুল বাশার তপন, ফেনী-২ আসন থেকে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জেদ্দা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্যাহ ও জেএসডি (রব) প্রার্থী শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এদিকে ফেনী-১ আসনে আ’লীগের স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ, ফেনী-৩ আসনে আবুল বাশার ও তার ছেলে ইশতেহাক আহম্মদ সৈকত প্রত্যাহার করেননি।