ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বর্ণাঢ্য আয়োজনে মহিপাল ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে ফেনীর মহিপাল ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহিপাল ফ্লাইওভার কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

FB_IMG_1541529733441
ট্রাফিক পুলিশ পরিদর্শক মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক পার্কন চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং মারমা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, পৌর কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, মনির আহাম্মদ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহাম্মেদ বুলবুল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম লিটন, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, পৌর যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, পৌর সভাপতি ইয়াসিন আরাফাত রাজুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মহিপাল বিএডিসি কম্পেøক্স জামে মসজিদের উদ্বোধন করেন নিজাম উদ্দিন হাজারী এমপিসহ অতিথিবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!