সোনাগাজী প্রতিনিধিঃ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের সাথে জড়িতদের সামাজিকভাবে তাদের প্রতিহত করার আহবান জানিয়ে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার বলেন তারা কোনভাবেই একজন সৎ মানুষের চেয়ে শক্তিশালী নয়।একজন সৎ মানুষ তাদের চেয়ে কোটিগুণ বেশি শক্তিশালী।
শনিবার সকালে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ও নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়ার পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) রবিউল ইসলাম, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড.রফিকুল ইসলাম খোকন,মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন,শাহীন গনি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন।