শহর প্রতিনিধি : ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার উপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা।এসময় ম্যাজিষ্ট্রেট সোহেল রানা ও কর্তব্যরত কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন।
মঙ্গলবার দুপুরে শহরের মিজান রোডে গ্র্যান্ড হক টাওয়ারে এ ঘটনা ঘটে।
অভিযানে ভারতীয় শাড়ী রাখার দায়ে ওই মার্কেটের তৃতীয় তলায় ‘মায়াবী’র স্বত্ত্বাধিকারী আলমকে জেল-জরিমানা করা হয়। খবর পেয়ে তার অন্য দোকানের কর্মচারীরাও এগিয়ে এসে ভ্রাম্যমান আদালতকে ঘেরাও করে। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে ওই মার্কেটের কিছু ব্যবসায়ী ও বিপুল সংখ্যক বহিরাগত সংঘবদ্ধ হয়ে হামলা আদালতের উপর চালায়।একপর্যায়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব নিয়ে ঘটনাস্থলে এসে সোহেল রানাকে উদ্ধার করে।