ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে রহিম উল্যাহ এমপির গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি

 

সোনাগাজী প্রতিনিধি: ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ি ভাঙচুর, তার মালিকীয় দুটি স্কেভেটর গাড়িতে অগ্নিসংযোগ ও ফাঁকা গুলি করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতে উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে সোনাগাজী বাজারস্থ এমপির  ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মলনের আয়োজন করে ঘটনার জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের দায়ী করেছেন রহিম উল্লাহ এমপি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে মুহুরী সেচ প্রকল্প সংলগ্ন তার মালিকীয় বালি মহলের কাছে
তার ব্যবহৃত ল্যান্ডক্রুজার গাড়িটি (ভিএক্স, ভিএইট) (নং- ঢাকা মেট্রো- ঘ- ১৫-৩৯২২)রেখে হেঁটে রেগুলেটর সংলগ্ন স্থানে যান। কিছুক্ষণ পর সড়ক ও মুহুরী নদী পথে এসে দুই দল দুর্বৃত্ত এলোপাতাড়ি বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে। পেট্রলঢেলে দুর্বৃত্তরা তার মালিকীয় দুটি স্কেভেটর গাড়িতে অগ্নি সংযোগ করে পুড়ে দেয়। এসময় তার মালিকীয় ল্যান্ডক্রুজার গাড়িটি ভাঙচুর করে রেখে যায়। খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিস ও পু্লিশ ঘটনাস্থলে গিয়ে স্কেভেটরের আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাংসদের ভাঙচুরকৃত গাড়িটি উদ্ধার করে। এতে সাংসদের প্রায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এঘটনার জন্য ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের দায়ী করে রহিম উল্লাহ এমপি বলেন,তাকে একরামের মত নৃশংসভাবে হত্যা করতে চেয়েছিল দুর্বৃত্তরা। অল্পের জন্য তিনি ও তার সমর্থকরা রক্ষা পান।

তিনি আরো বলেন, তার সাথে সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থক ছাড়া অন্য কারো সাথে বিরোধ নেই। আধিপাত্য বিস্তার নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের সাথে বিরোধ চলে আসছে। তার দাবি সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে তার সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যপারে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে -গিয়ে সাংসদের গাড়িটি উদ্ধার করেন।বিষয়টি তদন্ত চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!