শহর প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীর স্বনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী ইউনিভার্সিটির রেজিস্টার পদে এসএম আবুল খায়ের যোগদান করেছেন। ১০ অক্টোবর ভার্সিটির ট্রাস্টিবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তিনি এ পদে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পদে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। আবুল খায়ের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিরআলীপুর গ্রামের মরহুম হাজী জমির আলী মিয়ার বড় ছেলে। তিনি ফেনী ইউনিভার্সিটির রেজিস্টার পদে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।



