ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:১৭
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনী-৩ আসনে লিপটনসহ ৮ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভুইয়া-সোনাগাজী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন,বর্তমান এমপি হাজী রহিম উল্লাহ,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার,মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

শুক্রবার সকালে ও বিকালে আওয়ামীলীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উল্লেখ্য যে, ১১ নভেম্বর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা হবে। সেখানে দলের মনোনয়ন বোর্ড প্রার্থিতা চূড়ান্ত করতে পারে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। যাচাই-বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহার ২৯ নভেম্বর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!