শহর প্রতিনিধি: ফেনী-৩ আসনের আওয়ামীলীগের এমপি পদ প্রার্থী ও কেন্দ্রীয় আ’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেছেন, সারাদেশের ন্যায় ফেনীতে উন্নয়নের ধারাবাহিক অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে নৌকা প্রতিককে নির্বাচিত করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে ফেনী জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।