সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীর বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের আইসিটি ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হচ্ছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক ও কলেজ গভর্নিং বডি সভাপতি মনোজ কুমার রায় প্রধান অতিথি থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শাহ আলম, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু ও মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।



