ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৮
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিশু নির্যাতনের ঘটনায় অভিনেত্রীসহ ৪জন আটক

শহর প্রতিনিধি: ফেনীতে শিশু প্রিয়ংকা নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শাহানা আক্তার,দুই ভন্ড বৈদ্য-কবিরাজাসহ ৪জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।এসময় সহকারী পুলিশ সুপার( হেডকোয়ার্টার) খালেদ হোসেন,ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ,জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার বলেন, ২০১১ সালে সিলেটের জনৈক সুফিয়া বেগমের কাছ থেকে প্রিয়াংকাকে ১ বছর বয়সে কোর্টের মাধ্যমে দত্তক নেয় অভিনেত্রী শাহেনা বেগম।সে প্রিয়সি নামে আরো এক দত্তক মেয়ে নিয়ে রাজধানীর খিলগাও রেলগেট এলাকায় ভাড়া বাসায় থাকতো। গত ১৫দিন আগে শাহেনা বেগম মেয়ে প্রিয়াংকাকে নিয়ে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামের বাবার বাড়ীতে বেড়াতে আসেন।সেখানে প্রিয়াংকা অদ্ভুদ আচরণ করলে শাহেনা বেগম স্থানীয় ভন্ড বৈদ্য লন্ডী দোকানদার অমৃত কুমার ও কবিরাজ আবদুল্লাহকে নিয়ে আসেন।

FB_IMG_1540401788597

পুলিশ সুপার আরো বলেন,জিজ্ঞাসাবাদে শাহেনা বেগমের ভাষ্যমতে অমৃত কুমার ও আবদুল্লাহ বলেন, প্রিয়াংকার উপর জ্বিন ভর করেছে আর এ জন্য শাহেনা অসুস্থ হয়ে পড়েছে। ওই জ্বিন তাড়ালে শাহেনা ও প্রিয়াংকা উভয়ই সুস্থ হয়ে যাবে। পরে তারা প্রিয়াংকার শরীরে ঝাঁড়-ফোক ও মোমের ছ্যাক দেয়। এতে প্রিয়াংকা অসুস্থ্য হয়ে পড়লে শাহেনা বেগমের আত্মীয় জোহরা বেগম তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করান।

তিনি সাংবাদিকদের আরো বলেন, শাহেনা আক্তার মানসিকভাবে অসুস্থ।সে ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয়ের সাথে জড়িত ছিলেন। তিনটি বিয়ে করলেও কারো সাথেই সংসারে আবদ্ধ নেই শাহানা। প্রথম দুই সংসারে দুই ছেলে প্রবাসে অবস্থান করছে। চলচ্চিত্রে অভিনয় কালে সে ‘দুই দিনের দুনিয়া’ ও ‘বিষাক্ত ছোবল’ সহ বেশ কয়েকটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন।

FB_IMG_1540378747197
পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় পুলিশ শাহেনা আক্তার (৪১), দুই ভন্ড ওঝা অমৃত দাস (৬০) ও আবদুল্লাহ (৫০) এবং শাহেনার সহযোগি মুন্নি আক্তার প্রেমাকে (২২) আটক করে। তারা শিশুটিকে বিগত প্রায় ৮ মাস ধরে নির্যাতন করে আসছে।

অসুস্থ্য প্রিয়াংকাকে উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসক মো. ওয়াহিদজ্জামান ও সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ও এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!