সদর প্রতিনিধি: ফেনী সংরক্ষিত আসনের সংসদ সদস্যও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা বলেছেন, ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমাতায় আসার পর থেকে দেশব্যাপী উন্নয়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারী বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে বিধবা ভাতা, বয়ষ্ক ভাতাসহ নানাবিদ ভাতা চালু রেখে নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের দারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করে আনতে নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত নারীদের প্রতি আহবান জানান। সোমবার সকালে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর লক্ষ্মীপুর গ্রামে ২টি পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাহান আরা বেগম সুরমা এমপি এসব কথা বলেন।
সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জোৎস্না আরা জুশির সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুন নাহার পপি, প্রচার সম্পাদক-রুমা মজুমদার, ১১ নং মোটবী ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক সেলিম, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা পারভীন রিতা।
এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির শুভেচ্ছা উপহার সামগ্রী উপস্থিত নারীদের হাতে তুলে দেয়া হয়।