দাগনভুইয়া প্রতিনিধি: ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, শিশুদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। যে বাবা-মা সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছে তার আর শত্রুর প্রয়োজন হবে না। মাদক আর মোবাইল এই দুটো জিনিস যার হাতে পৌছেছে তার জীবন অনেকটাই শেষ হয়ে গিয়েছে। মোবাইলের কারনে গুরুভক্তি, দায়িত্ববোধ, কর্তব্যবোধ কিছুই থাকে না। মোবাইলের কারণে তার লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসএসসি পরীক্ষা দিবে কিংবা স্কুলে পড়াশোনা করবে তার মোবাইলের কি কাজ ? মোবাইলে ইউটিউব, অনলাইন সহ যতরকম অপকর্ম আছে সবই তারা করে থাকে।
বুধবার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া উচ্চ বিদ্যালয় মাঠে গোলনাহার বেগম পিনু মেধাবৃত্তির ২০১৭ সালের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। মেধাবৃত্তির পৃষ্ঠপোষক ও জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার ইসলাম, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঞা, দাগনভূঞা-সোনাগাজী সার্কেলের এএসপি রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম সায়েদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আজিজুল হক, থানার ওসি (তদন্ত) মো: ছমি উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, অভিভাবক আবদুল মালেক, ছাত্রী সাবিহা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১ম থেকে ৮ম শ্রেনী পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ১শ ৮০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।



