ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সরকারি জিয়া মহিলা কলেজে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

শহর প্রতিনিধি: ফেনীতে উচ্চ শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বুধবার দুপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে সরকারি জিয়া সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত সেমিনারে কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এতে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দীন শাহ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এসময় উচ্চ শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন উপাচার্য। উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে নিজের রিজিওনের বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেয়ার আহবান জানান তিনি।

জিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা বেগমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার তায়বুল হক। এছাড়া জিয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মালেক ও ফেনী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!