শহর প্রতিনিধি: ফেনীতে বুধবার দুপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় শহরের উত্তর সহদেবপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় নূর আলম প্রকাশ বাবুল (৩৪) এর দোকান থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একজন মাদকসেবী বাবুলের দোকান থেকে ইয়াবা কিনেছেন এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।আদালত বাবুলকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ টিপু সুলতান ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।