ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সুষ্ঠ নির্বাচনে আ.লীগ ৩০ টির বেশি আসন পাবে না-ফখরুল

ঢাকা অফিসঃ অবাধ সুষ্ঠ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০ টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,’আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের কথার আমি উত্তর দিতে চাই না। কারণ তিনি বেশি অবান্তর কথা বলেন। এসময় তিনি তার (কাদের) উদ্দেশ্যে বলেন,’সুষ্ঠু নির্বাচনটা দিন না! কে কত আসন পায়। সুষ্ঠু নির্বাচনে আমি আগেও বলেছি এখনও বলছি অবাধ সুষ্ঠু নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০ টির বেশি আসন পাবে না।

শুক্রবার বিকেল সোয়া ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,’অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে কিনা তা নির্ভর করবে নিরপেক্ষ নির্বাচনের উপর। অামরা বিগত ৭ বছর সংবিধান সংশোধনসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে অাসছি। অামরা অালোচনা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু তিনি কিছুই করেননি। সরকার কোন কর্ণপাত না করে তারা এক তরফা নির্বাচন করতে ও তাদের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। অামরা বারবার অভিযোগ করার পরও অামাদের নেতা কর্মীদের গ্রেফতার করেই চলেছে কোন ধরণের লেবেল প্লেইং ফিল্ড হয়নি।

বিএনপি মহাসচিব বলেন,’কোন গ্রেফতার হবে না প্রধান মন্ত্রী প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু নীলনকশা বাস্তবায়নে গ্রেফতার করেই চলেছেন। এভাবে নির্বাচনের মাঠে খারাপ পরিবেশ তৈরি হলে উদ্ধভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!