খেলা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে হওয়া সমালোচনা কাটিয়ে নেইমার ঘুরে দাঁড়াবেন বলে মনে করেন ব্রাজিলের সাবেক কোচ ভান্দেরলেই লুক্সেমবুর্গো।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ২০২২ সালের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হবেন বলেও বিশ্বাস তার। ২০১৮ বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে থামে ব্রাজিলের অভিযান। প্রত্যাশিত ছিল না নেইমারের পারফরম্যান্স।
পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেন নেইমার।
পাঁচ ম্যাচে করেন দুই গোল। টুর্নামেন্টে বারবার ফাউলের শিকার হন তিনি। আবার রেফারির সহানুভূতি পেতে নাটুকেপনা করায় দারুণ সমালোচিত হন পিএসজির এই ফরোয়ার্ড।