ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১২
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে অপহরণের চারদিন পর স্কুলছাত্রী উদ্ধার 

স্টাফ রিপোর্টার: সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সোনাপুর গ্রামের একটি বাড়ি থেকে শনিবার রাতে এক স্কুলছাত্রী (১৬)কে অপহরণের চার দিন পর উপজেলার সোনাপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালে ছাত্রীটি বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার সোনাপুর গ্রামের চৌকিদার বাড়ির সামনে থেকে অপহরণের শিকার হয়। এঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে নুর করিম (১৮), নুর আলম (২৩), কামরুল ইসলাম রাসেল (২০), নুর জাহান বেগম (৪৫), হোসেন আহম্মদসহ (৫০) অজ্ঞাতনামা আবও পাঁচ-ছয়জনকে আসামী করে অপহরণের অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে অভিযুক্ত সবাই উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, অপহরণের শিকার স্কুলছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। বিদ্যালয়ে আশা-যাওয়ার পথে নুর করিম নামে এক বখাটে তাকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় বখাটে তার প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ ও বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিত। বখাটের হুমকিতে গত কিছুদিন মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি মেয়েটি মা-বাবা নুর করিমের অভিভাবকদের জানালে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপর গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ছাত্রীটিকে চৌধুরী বাড়ির সামনে থেকে নুর করিম তার কয়েকজন সহযোগীকে নিয়ে জোরপূর্ব সিএনজিতে তুলে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সোনাপুর গ্রাম থেকে অপহরণের নায়ক নুর করিমের ভাই কামরুল ইসলাম রাসেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত কামরুল ইসলাম রাসেলের দেওয়া তথ্য মতে গত শনিবার রাতে সোনাপুর গ্রামের নুর করিমের বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নুর করিমসহ বাড়ির সবাই পালিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় থানায় একটি অপহরণ মামলা রজ্জু করা হয়েছে। ছাত্রীর শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অপহরণের নায়ক নুর করিমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি,অস্ত্র, চুরি-ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে অর্ধশত মামলা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!