সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের তুলাতুলিতে শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার বের হওয়া শোডাউনে রাহাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সুত্র জানায়,শনিবার রাত ৮ টায় আর্জেন্টিনা-ফ্রান্স এর খেলা শুরুর আগে সন্ধ্যা ৭টার দিকে আমিরাবাদ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের তুলাতলি নামক স্থান থেকে আর্জেন্টিনা সমর্থকদের শোডাউন বের হয়। এতে অন্যদের মত অংশ নেয় শিশু রাহাতও।
পথিমধ্যে আলমের দোকানের সামনে অটোরিক্সা থেকে পড়ে গিয়ে রাহাত গুরুতর আহত হয়। অন্য মিছিলকারিরা তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।