ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০২
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে আলিম পরীক্ষার্থীকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় আটক-৭

ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে (১৮) পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মাদ্রাসার ইংরেজী বিভাগের প্রভাষক আবছার উদ্দিন, দারোয়ান মো. মোস্তফা, সহপাঠি আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, আলাউদ্দিন, জসিম উদ্দিন ও অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী নুরুল আমিন। এদের মধ্যে আবছার উদ্দিন ও আরিফুল ইসলামকে ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও বাকীদের রবিবার ও সোমবার উপজেলার বিভিন্নস্থান থেকে আটক করে বলে পুলিশ সূত্র জানায়।

এদিকে এ ঘটনায় সোমবার বিকালে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে সোনাগাজী মডেল থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন শিক্ষার্থীর ভাই মাহমুদুল হাসান নোমান।
সোনাগাজী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোয়াজ্জেম হোসেন ৭জন আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। আটককৃতদের জিজ্ঞাবাদ চলছে। তাদের জিজ্ঞাবাদের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!