সোনাগাজী প্রতিনিধি: ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সাথে সোনাগাজী উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সকল শ্রেণি পেশার জনগণের মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল পারভেজের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরীন ফেরদৌসী, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহীউদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, সোনাগাজী মডেল থানা পরিদর্শক (তদন্ত) সুজন হালদার।
মতবিনিময় সভায় বক্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ওভারপাস নির্মাণের জোর দাবি জানান।