সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার আবদুল কাদের (৩৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। তিনি চর ছান্দিয়া গ্রামের মৃত আবদুর রবের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে চর ছান্দিয়ায় অভিযান চালিয়ে কাদেরকে ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাদের ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ৯ পুলিশ সদস্য ও কাদের আহত হন। ডাকাত সর্দার কাদেরকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বন্দুক, ২ রাউন্ড গুলি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, কাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানা ও সোনাগাজী মডেল থানায় ৩টি ডাকাতি, একটি হত্যা, একটি অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে



