সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী উপজেলার তৃণমূল মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক,অভিনেত্রী ও ফেনী- ৩ আসনে মনোনয়ন প্রার্থী রোকেয়া প্রাচী।
শুক্রবার বিকেলে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের অলিপুর আল জামেয়াতুল আরাবিয়া মাদরাসায় ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
এসময় মাদরাসা পরিচালক মুফতি নাসির উদ্দিন,এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হোসেন মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় এতিমখানার ছাত্রদের বিভিন্ন সমস্যার কথা শুনে আর্থিক অনুদান প্রদান করেন।
পরে আনন্দিপুর গ্রামের শ্রী শ্রী রক্ষা কালিমন্দির আশ্রম মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন রোকেয়া প্রাচী। এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন চক্রবর্তী,হিন্দু নেতা খোকন মাস্টার, মাস্টার সুশেন চন্দ্র বশাকসহ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
সভায় রোকেয়া প্রাচী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজনের আপনজন বিদায় তাদের যে কোন সমস্যা সমাধানে আন্তরিক।তিনি মন্দিরের রাস্তা সংস্করণ ও পুরোহিতকে চিকিৎসার আশ্বাস দিয়ে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দেয়া আহবান জানান।
এরপর বগাদানার গুণক ক্লাবে তৃণমূল মানুষের সাথে দেখা করতে গিয়ে গুনক ক্লাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ছবি লাগানোর জন্য দুই হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।