ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জামশেদ আলম (১৩) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চরচান্দিয়া রাসুলপুর থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন, সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া জমাদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী গত বুধবার বিকালে স্কুল ছুটির পর রাসুলপুর নামক স্থানে পৌঁছলে বখাটে জামশেদ আলম (১৩) শিশুটির গতিরোধ করে।এসময় ২০ টাকার একটি নোট হাতে দিয়ে জেবল হক মিস্ত্রির বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে বখাটে। শিশুটির আর্তচিৎকারে এক পথচারী বখাটে জামশেদ আলমকে আটক করে রাসুলপুর দোকানের সামনে সন্ধ্যা পর্যন্ত খুটির সাথে বেধে রাখে।পরে স্থানীয় কিছু লোকজন বিষয়টি ধামাচাপা দিতে চাইলে খবর পেয়ে রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে ও বখাটেকে গ্রেফতার করে পুলিশ।এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।পুলিশ শিশুর শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



