ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে নির্মাণের আগেই ভেঙে পড়েছে সেতুর গার্ডার

 
সোনাগাজী প্রতিনিধি-ফেনীর সোনাগাজীতে নির্মাণের আগেই ভেঙে পড়েছে সেতুর গার্ডার। শনিবার দুপুরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সংযোগস্থলে নির্মাণাধীন সাহেবের ঘাট সেতু প্রকল্পে (ছোট ফেনী নদীর উপর) এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও জনরোষের ভয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কর্মকর্তারা পালিয়ে গেছেন।

দুপুরে গার্ডারটি ভেঙে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, নির্মাণ প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতুর কাজ করছিল।

সুত্র জানায়, প্রকল্পটি ২০১৬ সালের জুনে শুরু হয়েছে। ৪৭৮ মিটার দীর্ঘ সেতুটির কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুটির নির্মাণ ব্যয় ৫৩ কোটি টাকা।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ঘটনাস্থলে ও ফোনে কাউকে পাওয়া যায়নি।

সোনাগাজী ইউএনও মিনহাজুর রহমান জানান, সেতু ভেঙে পড়ার কথা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতু নির্মাণে প্রযুক্তিগত জটিলতা তদন্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!