ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৭
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে প্রেমে ব্যর্থ হয়ে নূর করিম (১৯) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।মঙ্গলবার দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের হাজী পাড়ার আবুল কালামের নতুন বাড়ি সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্বার করা হয়।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্র জানায়,ওই গ্রামের আবুল কালামের ছেলে নূর করিম পেশায় একজন মৎস্যজীবী।সে একই গ্রামের এক কিশোরীকে গত কয়েক মাস যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছে।কিশোরী তার প্রেমের প্রস্তাবে রাজী না হয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানালে তারা তাকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নদীতে জাল ফেলে মাছ ধরার কথা বলে ঘর থেকে বের হয়ে নূর করিম তার বাড়ির পুকুর পাড়ে আম গাছের সাথে রশি বেধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।মঙ্গলবার ভোরে কিশোরের ঝুলন্ত লাশ দেখতে পায় তার মা।স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে তার পিতা আবুল কালাম বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!