ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

সোনাগাজী প্রতিনিধিঃ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব (১২), ইমরান (১৩) ও নাহিদসহ (১১) কয়েকজন কিশোর মিলে খেলাধুলা করছিলো। এসময় বজ্রপাতে তিন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাকিব ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও ইমরান, একই গ্রামের মো. গোফরানের ছেলে। শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও ইমরান একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন দুই কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!