সোনাগাজীতে বজ্রপাতে আক্রান্ত হয়ে নূরুল আফছার মিলন ( ৪০) নামের এক রাখালের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চরচান্দিয়া ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়,ওই সময় মহিষের খামারে কাজ করার সময় নূরুল আফছার মিলন বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিলনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে দক্ষিন চরচান্দিয়া গ্রামের আহসান উল্লাহ মিয়ার পুত্র।



