সোনাগাজী প্রতিনিধিঃ সোনাগাজীতে বৌ-ভাতের রাত থেকে বর শেখ ফরিদ (২৭) রহস্যজনকভাবে নিঁখোজ হয়েছেন।পৌরসভার চরগনেশ গ্রামের নিজ বাসা বিসমিল্লাহ ভবনের সামনে থেকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বরের পিতা হোসেন আহাম্মদ রবিবার সকালে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে,শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের জমাদার বাড়ীর জসিম উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস সুমির সাথে সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের প্রবাসী শেখ ফরিদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৌ-ভাত অনুষ্ঠান শেষে রাতে নববধূসহ পরিবারের সবাইকে নিয়ে বর নিজ বাসাতে অবস্থান করছিলো।
ওই সময় অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে শেখ ফরিদ কিছুক্ষন পর আসছি বলে বাসা থেকে সে বের হয়ে যায় বলে জানান তার খালু আবুল কাশেম।রাত ১১ টার পর বাসায় না ফিরলে তার ব্যবহ্নত মুঠোফোনে কল দিলে রিং হলেও রিসিভ না করায় পরিবার থানাকে বিষয়টি অবহিত করেন।
রাতে ফোনটি খোলা থাকলেও রবিবার সকাল থেকে সেটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তার সাথে কারো বিরোধ নেই বলে জানান।



