ফেনী
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২
, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে মো. সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের দারবক্স ভূঞা বাড়ির সেকান্তর মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে একটি বিষধর সাপ লোকালয়ে আসলে সাইফুল ইসলাম সাপটি মারার চেষ্টা করে। এসময় সাপটি তার পায়ে কামড় দেয়। এতে সামান্য ব্যাথা অনুভব করলেও রাতে তার পুরো শরীরে বিষক্রিয়া ছড়িয়ে যায়। ওই সময় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!