সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে নজরুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক মাসের বিনাশ্রাম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।সোমবার সকালে সোনাগাজী বাজারের নূপুর ফার্মেসীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এ দন্ডাদেশ দেন।
সে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারাব গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। নজরুল ফেনী আল আহাদ চক্ষু হাসপাতালের পিয়ন হিসেবে কর্মরত ছিল। অভিযানে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।



