ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

 

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে সানজিদা আক্তার (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতকান্দি গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, সানজিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের বলছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের আবদুল গণির মেয়ে সানজিদা আক্তার। স্থানীয় বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে পাশের ঘরে ভাবির সঙ্গে এক বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ভাবি জাগ্রত হয়ে দেখেন সানজিদা বিছানায় নাই। তখন তিনি সানজিদাকে ডাকতে ডাকতে দরজার সামনে গিয়ে দেখেন দরজা খোলা। পরে তিনি বাতি জালিয়ে বাহিরে তাকিয়ে দেখেন ঘরের সামনের আমগাছের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় সানজিদা ঝুলছে। এসময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে ওঠে এসে গাছ থেকে সানজিদাকে নেমে এনে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।পরে তাঁরা লাশ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক পর্যালোচনা করে সন্দেহ হওয়ায় লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই শাহরিয়া হোসেন বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, স্কুল ছাত্রীর আত্মহত্যার বিষয়টি তাদের কাছে রহস্যজনক ও সন্দেহ হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন হাতে পেলে ঘটনার মুল রহস্য বেরিয়ে আসবে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মেয়েটির সঙ্গে দীর্ঘদিন ধরে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পুলিশের ধারণা, বিষয়টি প্রেম ঘটিত কিনা মুঠোফোনের সুত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!