ফেনী
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫
, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাগাজীর ছাড়াইকান্দি মাদরাসার নতুন ভবনের উদ্বোধন

সোনাগাজীতে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনীয়া দাখিল মাদ্রাসায় নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভবনটির উদ্বোধন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন মাদরাসার সুপার এস এম নূরুন্নবী, ইউপি সদস্য নূরুল আলম, সাবেক ইউপি সদস্য গোলাম ফারুক।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল আরেফিন জানান, ৭৫ লাখ টাকা ব্যয়ে ২০১৮-১৯ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল বিভাগ একতলা ভবনটি নির্মান করে দরপত্রের শর্ত অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে ভবনটি মাদরাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!